বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ সফর, ১৪৪৭ হিজরি

সাংবাদিক শাহাবুদ্দিন আলম আর নেই

জেলা (প্রতিনিধি) যশোর : সদাহাস্য মিষ্টভাষী প্রেসক্লাব যশোরের সদস্য, দৈনিক সত্যপাঠের নির্বাহী সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আলম হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বুকে ব্যথা উঠলে স্বজনরা যশোর করোনারি কেয়ার ইউনিটের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর লাশ বর্তমানে যশোর পোস্ট অফিস পাড়ায় বাড়িতে রাখা হয়েছে। আজ (২২ মে)দুপুর সাড়ে বারোটায় তার লাশ প্রেসক্লাব যশোরে আনা হবে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে। এদিন জোহরের নামাজের পর যশোর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স মোড়ে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা এবং নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তিনি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালের ৪ এপ্রিল তাঁর পিতা বিশিষ্ট আইনজীবী সৈয়দ আমীর আলি তাঁর তিনপুত্র সৈয়দ নুরুল ইসলাম বকুল, সৈয়দ আজিজুল হক মুকুল ও সৈয়দ শফিকুর রহমান জাহাঙ্গীরসহ পাক হানাদার বাহিনীর হাতে নিহত হন।
সাংবাদিক আলমের মৃত্যুতে যশোরে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটি। এক শোকবার্তায় ক্লাবের নেতৃবৃন্দ বলেন, “আলম ভাই ছিলেন আমাদের সহকর্মীদের মধ্যে একজন অভিভাবকসুলভ ব্যক্তি। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে।এদিকে সত্যপাঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আলমের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন
সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ সাংবাদিক শাহাবুদ্দি আলমের এই আকষ্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। শোক প্রকাশ করেছেন দৈনিক সত্যপাঠ পত্রিকার উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, প্রকাশক মাছুমা আক্তার ও সম্পাদক আমিরুল আলম খান।যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম ।