অর্থনীতি ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারো ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৬০২ কোটি টাকা। যা প্রায় সাড়ে পাঁচ মাসের ব্যবধানে সর্বোচ্চ লেনদেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইতে ৬০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল গত ২৫ ফেব্রুয়ারি। ওই দিন বাজারটিতে লেনদেন হয়েছিল ৬০৭ কোটি টাকার।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন বাড়লেও সূচক খুব বেশি বাড়েনি। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮২ পয়েন্টে।
এদিন বাজারে পতন হওয়া শীর্ষ ১০ কোম্পানির শেয়ারের মধ্যে ৮টিই ছিল ব্যাংকের শেয়ার। পতনে সবচেয়ে বেশি ভূমিকা রাখা ১০ কোম্পানি ছিল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল–আরাফাহ্ ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও গ্রামীণফোন।