বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় গর্তে জমে থাকা পানিতে পড়ে শিশুর মৃত্যু

মুক্তবাণী অনলাইন :

সাতক্ষীরার কালিগঞ্জে বাড়ির আঙিনায় গর্তে জমে থাকা পানিতে পড়ে রোহান (২ বছর ৬ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোহান ছিল পরিবারের একমাত্র সন্তান।

শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর (ঢালীপাড়া) গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির বাবা মিজানুর রহমান গাজী ঘুমিয়ে ছিলেন এবং মা ছিলেন গোয়ালঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি বাড়ির আঙিনায় টিউবওয়েলের পাশে একটি গর্তে নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি জমে ছিল।

কাজ শেষে ছেলেকে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মা তাকে গর্তে জমে থাকা পানিতে ভেসে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

রোহানের এমন করুণ মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, বাড়ির আঙিনায় খোলা ডোবা রাখা চরম অসতর্কতার পরিচায়ক।