সাভার সংবাদদাতা : জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ জাতির বীর সন্তানদের স্মরণ করতে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সমবেত হন।
রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা আর ফুলেল ভালোবাসায় ভরে উঠেছে শহীদ বেদি।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় ভোর ৬টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ৬টা ৫৬ মিনিটে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপদেষ্টা পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পরে স্মৃতিসৌধের মূল ফটক উন্মুক্ত করে দেওয়া হয় সর্বস্তরের মানুষের জন্য। এসময় লাইন ধরে শৃঙ্খলার সঙ্গে রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও এর হলের শিক্ষার্থীরা বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এদিন ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিশমাইল থেকে নবীনগর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেককে এসময় পায়ে হেঁটেই স্মৃতিসৌধে যেতে দেখা গেছে।