শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
২১ সফর, ১৪৪৭ হিজরি

সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

শীর্ষ সন্ত্রাসী, একাধিক হত্যা মামলার আসামি সুব্রত বাইনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৭ মে) সকালে কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় তিন ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযানে সহযোগীসহ তাকে আটক করা হয়।

একটি সূত্র জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সুব্রত বাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঢাকায় নেওয়া হবে। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

সুব্রত বাইনকে আটকের বিষয়টি প্রশাসনে ব্যাপক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, রাজধানীতে সাম্প্রতিক যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, তার পেছনে পলাতক শীর্ষ সন্ত্রাসীদের হাত রয়েছে।