মিটফোর্ডে ব্যবসায়ী লালচাঁদ ওরফে মো. সোহাগ হত্যার ঘটনায় একাধিকবার কংক্রিটের বোল্ডার ছুড়ে মারা মো. রিজওয়ান উদ্দিন অভিকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, গত ৯ জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটে নৃশংসভাবে হত্যার ঘটনা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে জানতে পারে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে মাহমুদুল হাসান মহিনকে ও পাশের একটি স্থান থেকে তারেক রহমান রবিন নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। মামলা হওয়ার পরে আরও সাতজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিএমপি কমিশনার বলেন, একাধিকবার কংক্রিটের বোল্ডার ছুড়ে মারা ব্যক্তিকে প্রথমে চিহ্নিত করতে পারেনি পুলিশ। পরে বিভিন্ন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার পটুয়াখালী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মো. রিজওয়ান উদ্দিন অভি। তিনি ধর্মান্তরিত হয়েছিলেন। এই ঘটনায় এখন পর্যন্ত নয়জন গ্রেপ্তার রয়েছে।