শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ সফর, ১৪৪৭ হিজরি

সৌদিতে সড়ক দুর্ঘটনার শিকার বিএনপির সাবেক এমপি কাজল

মুক্তবাণী অনলাইন : বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল সৌদি আরবে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। পরিবারের সদস্যদের নিয়ে মদিনাগামী হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

বুধবার সৌদি আরবের সময় সন্ধ্যা ৭টার দিকে ইয়ামবু থেকে মদিনায় ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ির গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার।

দুর্ঘটনায় লুৎফুর রহমান কাজল অক্ষত থাকলেও তার স্ত্রী শিরিন রহমান, ছোট ছেলে প্রকৌশলী সাইফ রহমান ধ্রুব এবং শ্যালক সুমন আহত হন। তাদের সঙ্গে থাকা সৌদি প্রবাসী আলমগীর ও তার পরিবারের সদস্যরাও আঘাত পেয়েছেন। আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

লুৎফুর রহমান কাজল তার ফেসবুক পোস্টে এই দুর্ঘটনার কথা নিশ্চিত করে মহান আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করেছেন। তিনি গত ৪ আগস্ট ১৩ সদস্যের একটি দল নিয়ে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান।