বুধবার, ৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১১ সফর, ১৪৪৭ হিজরি

স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক : আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের পর স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে এনবিআর। সোমবার সকালে নির্ধারিত সময়ের মধ্যে অফিসে হাজির হয়েছেন কর্মকর্তা-কর্মচারিরা। গত কয়েকদিন আন্দোলনের কারণে সেনা, র্যাব, কোস্টগার্ড, পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকলেও আজ তুলনামূলক কম সংখ্যক কোস্টগার্ড ও পুলিশ বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।

এদিকে সকাল থেকেই অফিস করছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। তবে চেয়ারম্যান দপ্তর থেকে জানানো হয়েছে, তিনি নিয়মিত অফিস করছেন। সকাল সোয়া ৮টার দিকে অফিসে এসেছেন। আন্দোলনের মধ্যেও তিনি নিয়মিত দাপ্তরিক কাজ করেছেন বলে চেয়ারম্যান অফিস সূত্র জানায়।

গত ২১ জুন থেকে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে টানা আন্দোলন করে আসছিল এনবিআর ঐক্য পরিষদ। এরমধ্যে গত ২৮ জুন থেকে টানা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে আসছিল তারা। আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতিত সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। রোববার দুপুরে সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। কাজে না ফিরলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

এরপরই রোববার রাতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় ঐক্য পরিষদ।