স্পোর্টস ডেস্ক
ঢাকা স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে হংকংয়ের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ম্যাচের ১৩তম মিনিটে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা মিডফিল্ডার হামজা চৌধুরীর ফ্রি-কিকে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক দল।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ম্যাচপূর্ব একটি সংবাদ সম্মেলনে হংকংয়ের ইংলিশ কোচ অ্যাশলি ওয়েস্টউড মন্তব্য করেছিলেন, ‘হামজা আমার দলের হলে তার জায়গা হতো বেঞ্চে।‘ তার সেই মন্তব্যের জবাব যেন মাঠেই দিয়ে দিলেন হামজা।
হংকং বক্সের সামনে ফ্রি-কিক পায় বাংলাদেশ। বক্সের বাম কোন থেকে নেয়া হামজার জোরালো শটটি চোখের পলকে হংকংয়ের জালে জড়ায়। শেষ মুহূর্তে এক ডিফেন্ডার মাথায় ছুঁইয়ে গোল ঠেকানোর চেষ্টা করলেও, শটের গতি এতটাই বেশি ছিল যে তা রুখে দেয়া সম্ভব হয়নি। হামজার এই গোলেই ম্যাচের শুরুতেই লিড নেয় বাংলাদেশ।
ওয়েস্টউডের মন্তব্যের পরিপ্রেক্ষিতে হামজার পারফরম্যান্স যেন তার যোগ্য জবাব হয়ে উঠেছে। মাঠে তার উপস্থিতিই প্রমাণ করেছে, তিনি শুধু মূল একাদশেরই নয়, দলের পার্থক্য গড়ে দেয়ার মতো খেলোয়াড়।