বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ সফর, ১৪৪৭ হিজরি

হিজবুল্লাহ নেতার হুঁশিয়ারি : ‘এক ঘণ্টার মধ্যেই ইসরাইলের নিরাপত্তা ধ্বংস হয়ে যেতে পারে’

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, গত আট মাস ধরে ইসরাইল যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে, সেই নিরাপত্তা মাত্র এক ঘণ্টার মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে ক্ষেপণাস্ত্রের আঘাতে।-সূত্র: মেহের নিউজ।

মঙ্গলবার (৫ আগস্ট) এক টেলিভিশন ভাষণে ‘হাজ রমজান’ নামে পরিচিত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ ইজাদির শাহাদতের ৪০তম দিন উপলক্ষে তিনি এসব কথা বলেন।

নাঈম কাসেম বলেন, লেবাননে প্রতিরোধ শক্তি সুসংহত, দৃঢ় এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি অস্ত্র সমর্পণের জন্য আসা আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করেছেন।

শেখ নাঈম বলেন, ‘আজ আমরা শহীদ জেনারেল ইজাদির চেহলাম উপলক্ষে একত্রিত হয়েছি। তিনি ছিলেন ফিলিস্তিনের পক্ষে জীবন উৎসর্গকারী একজন ইরানি শহীদ।’

হিজবুল্লাহ নেতা আরও বলেন, ‘হাজ রমজান সব সময় ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর ঐক্যের পক্ষে ছিলেন এবং হিজবুল্লাহ যেন তাদের পাশে থাকে তা নিশ্চিত করতেন।’

তিনি বলেন, ‘হাজ রমজান আল-আকসা অভিযানকে একটি অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করতেন। তিনি ইমাম খোমেনি ও ইমাম খামেনির প্রতিও গভীর ভালোবাসা পোষণ করতেন।’

বৈরুত বন্দরের বিস্ফোরণ প্রসঙ্গে হিজবুল্লাহ মহাসচিব বলেন, ‘হিজবুল্লাহ আবারও এ ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন করে অপরাধীদের শাস্তির দাবি জানাচ্ছে।’

তিনি মার্কিন দূত টম ব্যারাকের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, ‘এই প্রস্তাব ইসরাইলের স্বার্থ রক্ষা করে, কিন্তু লেবাননের প্রতিরক্ষার চাহিদাকে উপেক্ষা করে।’

হিজবুল্লাহ কখনোই লেবানন সরকারের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেনি উল্লেখ করে নাঈম কাসেম অভিযোগ করে বলেন, ‘যুক্তরাষ্ট্র চায় না লেবানন সেনাবাহিনী এমন কোনো অস্ত্র অর্জন করুক, যা ইসরাইলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।’

তিনি এ সময় প্রশ্ন তুলে বলেন, ‘যদি হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয়, তাহলে লেবাননকে কে রক্ষা করবে?’

তার ভাষায়, ‘ইসরাইলি নেতারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে—প্রতিরোধ শক্তি অস্ত্র না ছাড়া পর্যন্ত তাদের আগ্রাসন বন্ধ হবে না।’

হিজবুল্লাহ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গত আট মাস ধরে ইসরাইল যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে, সেই নিরাপত্তা মাত্র এক ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে।’

পরিশেষে তিনি বলেন, ‘আমরা যদি আমাদের অস্ত্র হস্তান্তর করিও, তবুও দখলদার ইসরাইলের আগ্রাসন থামবে না।’