বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ সফর, ১৪৪৭ হিজরি

হিলিতে কেজিতে ১০ টাকা কমছে পেঁয়াজের দাম

জেলা প্রতিনিধি

দিনাজপুর

৭ মার্চ ২০২৫, ১২:৪৯

দিনাজপুরের হাকিমপুরে হিলি স্থলবন্দর বাজারে ৩৫ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজিদরে। দেশে পেঁয়াজের উৎপাদন বেশি এবং বাজারে আমদানি বৃদ্ধির কারণে দাম কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।


বাজার ঘুরে জানা যায়, রোজার প্রথম দিন থেকে ৩৫ টাকা কেজি হিসেবে খুচরা বিক্রি হলেও বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে। চলতি মৌসুমে দেশের উৎপাদিত অঞ্চলগুলোতে পর্যাপ্ত পেঁয়াজের ফলন ভালো হয়েছে। যার কারণে বাজারে পেঁয়াজের ঝাঁজ নেই। এ জন্যই হিলির বাজারে কেজিতে ১০ টাকা কমেছে দাম। কম দামে বাজারে পেঁয়াজ কিনতে পারায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মাঝে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা সফিকুর রহমান বলেন, রমজানের প্রথম দিন দুই কেজি পেঁয়াজ কিনছিলাম ৭০ টাকা দিয়ে। আজ শুক্রবার সেই পেঁয়াজ এক কেজি কিনলাম ২৫ টাকা দিয়ে। বাজারে পেঁয়াজসহ সবজির দাম কিছুটা কম থাকায় স্বস্তিতে বাজার করা যাচ্ছে।


আরও পড়ুন

পেঁয়াজ কিনতে আসা হোটেল ব্যবসায়ী রেজাউল করিম বলেন, প্রতি বছর রমজানে ইফতার তৈরি করতে বেশি প্রয়োজন পেঁয়াজের। এ সময় বেড়ে যায় পেঁয়াজের দাম। কিন্তু এবার দাম কমে গেছে। এতে আমাদের ইফতার ব্যবসা ভালো হচ্ছে। পাশাপাশি লাভের মুখও দেখতে পাচ্ছি।

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, এবার দেশি পেঁয়াজের দাম হাতের নাগালে। ২৫ টাকা কেজি বিক্রি করছি। আমরা পাবনা, ফরিদপুর, কুষ্টিয়াসহ নাটোর থেকে পেঁয়াজ পাইকারি কিনে আনছি। দাম কম হওয়াতে বেচাকেনা অনেক বেশি হচ্ছে।

সোহাগ গাজী/এএমকে