বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ সফর, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

মুক্তবাণী অনলাইন : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাত পৌনে একটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে রাত ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। অবরোধের ফলে মহাসড়কের উভয় লেনে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় ২৩ মিনিট অবরোধ চলার পর রাত ১টা ২৩ মিনিটে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দেন।

অবরোধ চলাকালীন সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফয়সালা হয়ে গেছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না। আমাদের ভাই-বোনেরা জীবন দিয়ে এই বাংলাদেশ থেকে চিরতরে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দিয়ে গেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আওয়ামী লীগ ফিরবে, তবে রাজনীতি করতে পারবে না; আওয়ামী লীগ ফিরবে বিচারকার্য সম্পন্ন করতে কাঠগড়ায় দাঁড়াতে।

বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী ও গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, যারা আওয়ামীলীগকে পরিশোধিত করে তাদেরকে আবারও বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার দিতে চান, যদি তাদের সঙ্গে আঁতাত করার চেষ্টা করেন তাহলে জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ হয়ে আমরা আবার তাদের বিরুদ্ধে লড়াই করব। আমাদের প্রায় ২ হাজার ভাই-বোন জীবন দিয়েছেন। আমরা বিপ্লবীরা যারা জীবিত রয়েছি তারা আবারও জীবন দেব, তবু আওয়ামী লীগকে কোনোদিন রাজনীতি করার অধিকার দেব না। আওয়ামী লীগ বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার হারিয়েছে। কেউ যদি তাদেরকে রাজনীতি করার অধিকার দিতে চান, তাহলে তার পরিণতিও স্বৈরাচার হাসিনার মতো হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ যারা সামরিক বাহিনীতে রয়েছেন, তারা যদি আওয়ামী লীগকে রাজনীতিতে প্রবেশ করানোর চেষ্টা করেন, তাহলে আপনাদের পরিণতিও ভালো হবে না। সরকারকে আহ্বান জানাচ্ছি, আপনারা আওয়ামীলীগকে নিষিদ্ধ করেন। আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা এখনও ঘুরে বেড়াচ্ছে, অতিদ্রুত তাদের বিচার নিশ্চিত করেন।

জাবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের এই যৌক্তিক দাবিতে এত প্রহসন সহ্য করতে চাই না। আমরা চাই এই অন্তর্বর্তী সরকার এই যৌক্তিক ও ন্যায্য দাবির চাহিদা উপলব্ধি করুক। তাদের এই প্রহসনের আচরণ আমরা আর মেনে নিতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আগস্ট মাস থেকে অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ দেশে রিফাইন্ড আওয়ামী লীগ ফ্রেমিং করা হচ্ছে, এরা আমাদের চারপাশে আমাদের আন্দোলনকে বানচালের চেষ্টা করছে। যে আওয়ামী লীগের দোসররা ও প্রশাসন আমার ভাইয়ের বুকের ওপর পা রেখে গুলি চালিয়েছে, আমার শিশুদেরকে হত্যা করেছে, আমাদের বোনদের কে বেধড়ক পিটিয়েছ, গুলি করেছে, সেই আওয়ামী লীগকে দেশের মাটিতে ঠাঁই দেওয়া হবে না।