বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯ সফর, ১৪৪৭ হিজরি

ঈদুল আজহা উপলক্ষ্যে বাসের টিকিট বিক্রি শুরু ১৬ মে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুক্রবার (১৬ মে) থেকে শুরু হয়েছে। এদিন টিকিট ক্রয় করে ভ্রমন করা যাবে ২৯ মে।

এর আগে বুধবার বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন বৈঠক করে এ তথ্য জানায়। সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ গণমাধ্যমকে জানান, ট্রেনের মতো এবার বাস মালিকরাও অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার থেকে যাত্রীরা একসঙ্গে অনলাইন ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

জানা যায়, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যে ভাড়া নির্ধারন করে দিয়েছে সে অনুযায়ীই যাত্রীরা ভাড়া পরিশোধ করে টিকিট সংগ্রহ করতে পারবেন।