বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ সফর, ১৪৪৭ হিজরি

সাংবাদিক সৈয়দ শাহাবুদ্দিন আলম স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

যশোর প্রতিনিধি : বিএফইউজে’র নির্বাহী সদস্য, প্রেসক্লাব যশোরের সিনিয়র সদস্য ও দৈনিক সত্যপাঠ পত্রিকার নির্বাহী সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক নেতা সৈয়দ শাহাবুদ্দিন আলমের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে যশোর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ শোকসভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি গত ২১ মে বুধবার ইন্তেকাল করেন।
যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্ব শোকসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণের সম্পাদক একরাম-উদ-দৌলা, সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক নেতা আমিনুর রহমান মামুন, ওহাবুজ্জামান ঝন্টু, মনোতোস বসু, সাজ্জাদ গনি খাঁন রিমন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, এইচ আর তুহিন ও দেওয়ান মোর্শেদ আলম।
শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ মোক্তার আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।