 
  
																
নিজস্ব প্রতিবেদক : প্রবাসী আয় সচল রাখতে বিশ্বের সব দূতাবাসের পরিষেবা, শ্রম অধিকার, আইনি সহায়তা এবং প্রবাসীদের সামগ্রিক কল্যাণমূলক ব্যবস্থা উন্নত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
মঙ্গলবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করে স্মারকলিপি দেওয়ার সময় এ আহ্বান জানান এবি পার্টির নেতারা।
দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, সহকারী শ্যাডো সম্পাদক ড. জাভেদ ইকবাল ও সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক।
বৈঠক শেষে সাংবাদিকদের আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমরা প্রবাসীকল্যাণ উপদেষ্টাকে জানিয়েছি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি রেমিট্যান্স। এটা অব্যাহত রাখতে তাদের সেবা নিশ্চিত করতে হবে। স্মারকলিপিতে বলা হয়- যাদের শ্রম ও ঘামের বিনিময়ে দেশের অর্থনীতি টিকে রয়েছে সেই সব বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা, অধিকার নিশ্চিত করা ও তাদের প্রয়োজনীয় পরিষেবা প্রদান দূতাবাসকে অবশ্যই নিশ্চিত করতে হবে। অধিকার ভিত্তিক রাজনৈতিক দল এবি পার্টি মনে করে সেবা ও জনগণের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করাই একটি রাজনৈতিক দলের মৌলিক কাজ। সেজন্য মালয়েশিয়াসহ শতাধিক দেশে অবস্থানরত সব প্রবাসীদের পক্ষ থেকে আমাদের চিহ্নিত মৌলিক, গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ সমাধানের জন্য লিখিত সুপারিশগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।