সোমবার, ১১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৭ হিজরি

মার্কিন সহায়তায় চালানো ইসরাইলি হামলার প্রতিক্রিয়া হবে নির্মম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের বিমান হামলার প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি বলেছেন, মার্কিন সহায়তায় চালানো এই হামলার জন্য ইসরাইলকে নির্মম পরিণতি ভোগ করতে হবে।

শুক্রবার ভোরে ইরানের ভূখণ্ড, যার মধ্যে আবাসিক ভবনও রয়েছে; সে সব জায়গায় হামলা চালায় ইসরাইল। আর ইসরাইলের এই হামলার জন্য মার্কিনীদের জড়িত থাকার অভিযোগ এনেছেন ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি। এ হামলার জবাবে ইসলামিক প্রজাতন্ত্র তীব্র প্রতিক্রিয়া দেখাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি বলেছেন, ইসরাইলি সরকারের রাতের হামলা যা মার্কিন সহায়তায় করা হয়েছে, তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

এদিকে ইসলামিক প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, ইরানি ভূখণ্ডে ইসরাইলি সরকারের হামলার প্রতি ইরানের প্রতিক্রিয়া হবে নির্মম।

এদিকে দেশটির একাধিক গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, ইরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাসহ ১০০ টিরও বেশি লক্ষ্যবস্তুতে ২০০ শতাধিক যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরাইল। যেই হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ অসংখ্য নারী ও শিশুর মৃত্যু হয়েছে।