এম শরীফ ভূঞা, ফেনী
ফেনী শহরের প্রাণকেন্দ্র ট্রাংক রোডের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে এক প্রাচীন বটগাছ। স্থানীয়দের কাছে পরিচিত এটি ‘দাউদপোল বটগাছ’ নামে। স্থানীয় ইতিহাস ও লোককথায় বিশ্বাস, এই বটগাছের বয়স প্রায় ৩০০ বছর। যাত্রীদের বিশ্রামের জায়গা ছিল এটি। আজও গাছটির শীতল ছায়ায় দাঁড়িয়ে গল্প করে মানুষ, ইতিহাস খুঁজে ফেরে অনেকে।
দাউদপোল এলাকার প্রবীণ ব্যক্তি ফজলুল হক বলেন, “আমার দাদা বলতেন, যখন তিনি ছোট ছিলেন তখন এই গাছ এমনই বিশাল ছিল। আমরা ধরে নিই এটি তিন শতাব্দীর পুরনো।”
বন বিভাগ ও পরিবেশবাদীদের মতে, গাছটির শিকড় ও গঠনপ্রণালি দেখে অনুমান করা যায় এটি বিরল প্রজাতির পুরনো বটগাছ। যদিও এখনও পর্যন্ত এই গাছের বয়স নির্ধারণে কোনো বৈজ্ঞানিক পরীক্ষা চালানো হয়নি।
জেলা প্রশাসনের পক্ষ থেকেও গাছটি সংরক্ষণের বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে ফেনী প্রেসক্লাব সাবেক সভাপতি একেএম আবদুর রহিম বলেন, “এই গাছটি শুধু প্রাকৃতিক নিদর্শন নয়, এটি আমাদের সংস্কৃতি ও ইতিহাসের অংশ। আমরা চাই, ভবিষ্যৎ প্রজন্ম যেন একে দেখে আমাদের অতীতকে অনুভব করতে পারে।”
সানরাইজ ফাউন্ডেশনের তথ্য বিষয়ক সম্পাদক আবদুল আজিজ সায়েম জানান, বটগাছটির আশেপাশে একটি ছোট পার্ক বা বিশ্রামাগার তৈরি করা হোক, যাতে এটি পর্যটন আকর্ষণ হিসেবেও পরিচিতি পায়।
এফবিএম ফাউন্ডেশনের উপদেষ্টা মো: একরামুল হক জানান, এখনই প্রয়োজন গাছটি রক্ষা ও পরিচর্যার কার্যকর উদ্যোগ। নইলে শহরের এই নিঃশব্দ ঐতিহ্য হয়তো একদিন হারিয়ে যাবে কালের গর্ভে।
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, ইতিহাস ঐতিহ্যের অংশ হিসেবে শতবর্ষী গাছটিন যত্ন নেয়া আমাদের সকলের দায়িত্ব। পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।