নিজস্ব প্রতিবেদক : আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদরা আমাদের গৌরব। তাদের আত্মত্যাগের ফলে আমরা ভয়ংকর ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি।
সোমবার বেলা ১২টার দিকে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত একুশে পদকের অর্থ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার পাশাপাশি পুনর্বাসন এবং শহীদ পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতার আহ্বান জানান মাহমুদুর রহমান।
তিনি বলেন, আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এখানে এসে প্রতিটি শহীদের চেহারা আমার চোখের সামনে ভেসে উঠছে। প্রত্যেকের অবদান আছে এই ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পেছনে।
মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের জনগণ হতাশ হয়ে পড়েছিলো। তারা বলছে, এই দানব সরকারের কাছ থেকে আমরা মুক্তি পাবো না। কিন্তু তখনই এই দামাল ছেলে-মেয়েরা রাস্তায় নেমে আসে মৃত্যুকে পরোয়ানা না করে। শুধুমাত্র দেশপ্রেম, মমত্ববোধ ও ভালোবাসার কারণে।