খাগড়াছড়ি প্রতিনিধি : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূতি উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছায় রক্ত দান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি পৌর শহরের শাপলা চত্বরের মুক্তমঞ্চে কর্মসূচীর উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোশাররফ হোসেন,অনিমেষ চাকমা রিংকু,সহ কোষাধ্যক্ষ,জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ,পৌর বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলাম ও জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সোহেল দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।