সোমবার, ৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১১ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুন্দরবন ভ্রমণে তিনমাসের নিষেধাজ্ঞা

মুক্তবাণী অনলাইন : সুন্দরবনের তিনমাসের জন্য মাছ ধরা বন্ধ ও পর্যটক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে জানিয়েছে বন বিভাগ।

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের মাছ ও বন্যপ্রাণীর বংশবৃদ্ধি, বিচরণ এবং প্রজনন কার্যক্রমের সুরক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ের (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী প্রতি বছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকে। ২০১৯ সাল থেকে এই কার্যক্রম চালু হয়েছে।

তবে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এই সময় একমাস বাড়িয়ে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত করেছে বন মন্ত্রণালয়। এই তিনমাস সুন্দরবনের সব নদী ও খালে মাছ ধরা বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে সুন্দরবনে প্রবেশের সব ধরনের পাস-পারমিট।

আর বনবিভাগের এ সিদ্ধান্তে বেকার হয়ে অর্থসংকটে পড়বে কয়েক হাজার জেলে ও পর্যটনের সাথে জড়িত পরিবার। সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে পরিবারে হতাশা ও উদ্বেগ দেখা গেছে।

অপরদিকে সুন্দরবন ট্যুর অপারেটররা বলেন, তিনমাস সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় পর্যটনের সাথে জড়িত ১০ সহস্রাধিক পরিবারের মানুষ দারুণ অর্থ সংকটে পড়বে। সেইসাথে সরকারেরও রাজস্ব আয় কমবে।

সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, এই তিনমাস সুন্দরবনে বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম। তাই এই তিনমাস সুন্দরবনে সকল ধরনের পর্যটক ও জেলেদের সম্পূর্ণ প্রবেশ নিষেধ।

তিনি আরো বলেন, সুন্দরবনে মাছ ও বন্যপ্রাণীর বংশবৃদ্ধি, বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছধরা ও পর্যটক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে কেউ সুন্দরবনে প্রবেশ করতে পারবে না।