কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এবং পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সশস্ত্র ডাকাত ও অপহরণকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন একটি গহীন পাহাড়ে এই ঘটনা ঘটে। গোলাগুলির এক পর্যায়ে ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার এবং অপহৃত এক যুবককে জীবিত উদ্ধার করা হয়।
রবিবার (৬ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন জাদিমুরা সংলগ্ন এলাকায় পাহাড়ে একদল সশস্ত্র ডাকাত বিপুল পরিমাণ অস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল ৫ জুলাই শনিবার মধ্যরাত সাড়ে ১১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এবং পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাত দলের সদস্যরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গোলাবর্ষণ করে। এসময় আত্মরক্ষার্থে যৌথ বাহিনী ফাঁকা গোলা বর্ষণ করলে ডাকাত দলের সদস্যরা গহীন পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে, পাহাড়ের মধ্যে অবস্থানরত একটি আস্তাানায় তল্লাশী চালিয়ে ১ টি জি-৩ বিদেশি রাইফেল, ১ টি ৯ মিঃমিঃ ও ১ টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশি পিস্তল, ৩ টি একনলা দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ১ শত রাইফেলের ও ১৪ রাউন্ড পিস্তলের তাজা গোলা এবং ৫ কোটি ৩ হাজার ৬ শত টাকা মূল্যের ১ কেজি আইস ও ৪ লিটার দেশীয় মদ জব্দ এবং অপহৃত মো. সোহেল (২০) নামের এক যুবককে জীবিত উদ্ধার করা হয়। তিনি টেকনাফ পৌরসভার নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা এবং জাহাঙ্গীর আলমের ছেলে।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তা। এ ঘটনায় পাহাড়ি এলাকায় ডাকাত-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করার কথাও জানান তিনি।