সোমবার, ৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১১ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গাজীপুরে একদিনে বিএনপি’র ৪ নেতা বহিষ্কার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরে চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের দায়ে বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ দপ্তর সম্পাদক এডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বহিষ্কৃত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা হলেন-গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল হালিম মোল্লা, মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন এবং টঙ্গী পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় তাদেরকে বিএনপি’র প্রাথমিক প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, এ বিষয়টা আমি এখনো জানি না। আমি চিকিৎসার জন্য দেশের বাহিরে আছি।
চাঁদাবাজি মামলায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন পুলিশের হাতে গ্রেফতার থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী বলেন, আমি এই ব্যাপারটা মাত্র জানতে পারলাম। আমি কেন্দ্রে জানার জন্য চেষ্টা করতেছি।