কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে টেকনাফের সাবরাং ইউনিয়নে বরাচিপাড়া বসতঘরে অভিযান চালিয়ে ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা ও ১ লাখ ১ হাজার ৯৭০ টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে এক নারীকে আটক করা হলেও তার স্বামী পালিয়ে গেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা করাচীপাড়া এলাকায় সোনামিয়ার বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে তার স্ত্রী রুজিনা আক্তারকে (৩৯) আটক করা হয়। সোনা মিয়া বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
বিজিবি-২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, মিয়ানমার থেকে সাগরপথে আসা একটি বড় মাদকের চালান ওই এলাকায় মজুদ করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে নিজস্ব গোয়েন্দা নজরদারি চালায়। পরে নিশ্চিত হয়ে গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বসতঘরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।