শনিবার, ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা সাকিব

স্পোর্টস ডেস্ক : গ্লোবাল সুপার লিগের ম্যাচে সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে জয় পেয়েছে তার দল দুবাই ক্যাপিটালস। ম্যাচ ব্যাট হাতে অপরাজিত ৫৮ রানের অনবদ্য ইনিংস খেলার পর বল হাতে ৪ উইকেট শিকার করে দলের ২২ রানের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন সাকিব।

টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে দুবাই ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ১৬৫ রান। দলের হয়ে এদিন সর্বোচ্চ ৫৮ রান করে অপরাজিত থাকেন সাকিব।

অপরদিকে দুবাই ক্যাপিটালসকে ভালো শুরু এনে দেন সেদিকউল্লাহ অটল। দারুণ ব্যাটিংয়ের পর বাঁহাতি এই আফগান ওপেনার বিদায় নেন ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলে। অটলের বিদায়ের পর মিডল অর্ডার ব্যর্থতায় ১০৮ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দুবাই।

দলের বিপদে হাল ধরেন সাকিব। নিজের ইনিংসের প্রথম বলেই চার মেরেছিলেন তিনি। ইতিবাচক শুরুর পর দারুণ ব্যাটিংও করেন। কিন্তু অন্য প্রান্তে কেউই যোগ্য সঙ্গ দিতে পারছিলেন না। ফলে দেখে-শুনে খেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

৩৪ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। সবমিলিয়ে ৩৭ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

ব্যাটিংয়ে ঝলক দেখানোর পর বল হাতেও দেখা মিলল সেই চিরচেনা সাকিবের। ইনিংসের পঞ্চম ওভারে এসেই জোড়া উইকেট তুলে নেন। ফিরিয়েছেন সেন্ট্রালের ওপেনার উইল ইয়াং এবং ডিন ফক্মক্রপ্টকে। ১১তম ওভারে জশ ক্লার্কসনকে সাজঘরে পাঠান। এরপর নিজের কোটার শেষ ওভারে আরও একটি উইকেট তুলে নেন সাকিব। চার ওভার বল করে মাত্র ১৩ রান খরচ করেছেন। মেইডেন দিয়েছেন একটি। উইকেট শিকার করেছেন চারটি।