শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইসরাইলের ৩টি লক্ষ্যবস্তুতে হুথি বিদ্রোহীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের ৩টি স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংবাদ সংস্থা মেহের নিউজ একথা জানিয়েছে। তবে হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বুধবার এক বিবৃতিতে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘোষণা দেন। লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয় বেন গুরিওন, একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর, নেগেভ এলাকায় একটি সামরিক স্থাপনা এবং ইলাতের সমুদ্র বন্দর।

বিবৃতিতে হুথি’র সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, প্রথম অভিযানে চালানো হয় বিমানবন্দরে। এতে জুলফিকার ধরণের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

তিনি আরো বলেন, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। এরফলে ইসরাইলের হাজার হাজার বাসিন্দা নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়।

পরবর্তী অভিযানে চারটি সশস্ত্র ড্রোন ব্যবহার করে বিমানবন্দর, সামরিক স্থাপনা এবং সমুদ্রবন্দর আক্রমণ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘গাজায় আমাদের ভাইদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার প্রতিবাদে ইয়েমেন তার সামরিক অভিযান সম্প্রসারণ করতে দ্বিধা করবে না।’

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল সারি ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যার কথা উল্লেখ করেন।

দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের উপকূলরেখা বরাবর বন্দরগুলো ব্যবহারকারী সব কোম্পানিকে হামলার বিষয়ে সতর্ক করে দেন তিনি।

এর আগে, ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হামলার কারণে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সাইরেন বেজে উঠে। সেনাবাহিনী তাদের বিবৃতিতে কোনো ড্রোন হামলার কথা উল্লেখ করেনি।

ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরাইলের নেগেভসহ একাধিক শহর ও বসতিতে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে।