সোমবার, ২১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মিডফোর্ড ঘটনা নিয়ে তারেক রহমান-বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে : রুহুল কবির রিজভী

বরিশাল প্রতিনিধি : মিডফোর্ড ঘটনা নিয়ে তারেক রহমান-বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, এর পেছনে উদ্যেশ্য রয়েছে। বরিশালে বললেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের মাঠ তৈরি করেছেন তারেক রহমান। কোটা সংস্কার আন্দোলনের চূড়ান্ত ঘোষনা দেন তিনি। এতো মানুষ হত্যা করেও নিজেকে রক্ষা করতে পারেনি শেখ হাসিনা, পালিয়েছে বিদেশে।

জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বরিশালে শোক র‍্যালীর সভায় এসব কথা বলেন তিনি।

রিজভী আরো বলছেন, শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে যুবলীগ, ছাত্রলীগ হামলা চালিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ চায় না। দেশের শান্তি, গনতন্ত্র চায় না, কথা বলার স্বাধীনতা চায় না। সে চায় রাজত্ব। গণতন্ত্র প্রতিষ্ঠায় এককভাবে হয়না, সম্মিলিত শক্তি দিয়ে জয় করতে হয়।

তিনি আরও বলেন, কেউ কেউ সরকারের মধ্যে থেকে সেই শক্তিকে কাজে লাগিয়ে আন্দোলনকামী শক্তি দ্বারা ১৬ বছর ধরে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে অপপ্রচার করে তাহলে জনগণ তাদের ক্ষমা করবে না।

শুক্রবার ‎বিকেলে বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এই আয়োজন হয়। দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও নগরীর ৩০ টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিতে ও সদস্য সচিব জিয়া উদ্দীন শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সাবেক এমপি মেজবাউদ্দীন ফরহাদ ও আবুল হোসেন খান, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ, দক্ষিণ জেলা সদস্য সচিব আবুল কালাম শাহীন প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি শোক র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।