সোমবার, ২১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের পদযাত্রা উপলক্ষ্যে মিট দ্যা প্রেস

খাগড়াছড়ি প্রতিনিধি : আগামীকাল সোমবার (২১ জুলাই) খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পদযাত্রা’ উপলক্ষ্যে মিট দ্যা প্রেস হয়েছে।
রবিবার (২০ জুলাই) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচী উপলক্ষ্যে মিট দ্যা প্রেস লিখিত বক্তব্যে এনসিপির দক্ষিণ অঞ্চল সংগঠক এডভোকেট মনজিলা সুলতানা ঝুমা কর্মসূচী সফল করতে সকল রাজনৈতিক দল, প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।
মিট দ্যা প্রেসে এনসিপি নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি এবং এক দফা আন্দোলনের আত্মত্যাগ ও অঙ্গীকার স্মরণ করে আগামীকাল সোমবার দুপুর ১২ টা থেকে খাগড়াছড়ি জেলা সদরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ঐতিহাসিক রাজনৈতিক কর্মসূচি ” দেশ গড়তে জুলাই পদযাথা”। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন, জুলাই বিপ্লবের এক দফার ঘোষক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
পদযাত্রায় আরো উপস্থিত থাকবেন, সদস্য সচিব আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, সামান্তা শারমিন, ডাঃ তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারি, আব্দুল হান্নান মাসুদ।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনসিপি’র যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক মোঃ হারিচুর রহমান (রনি), খাগড়াছড়ি জেলা সংগঠক বিপ্লব ত্রিপুর, শাহ নেওয়াজ, আকলিমা আক্তার ও সুবোধ চাকমাসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।