সোমবার, ২১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা ঠিক না : গয়েশ্বর

মুক্তবাণী অনলাইন : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ধর্ম বিক্রি করে রাজনীতি করা ঠিক নয়। ধর্ম হলো মানুষের আত্মিক বিশ্বাস ও নৈতিকতার শিক্ষা; একে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা ঠিক না। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে মানুষকে বিভ্রান্ত করা একটি রাজনৈতিক কৌশলে পরিণত হয়েছে; কিন্তু মানুষ এখন সচেতন, তারা এসব ধোঁকায় আর সহজে পড়বে না। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এখানে সব ধর্মের মানুষ যাতে নিরাপদে ও মর্যাদার সঙ্গে বাস করতে পারে, সেটাই আমাদের রাজনৈতিক দায়িত্ব হওয়া উচিত।

রোববার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের নাজিরপুর মাঠে জুলাই শহীদদের স্মরণে ঢাকা জেলা কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র আরও বলেন, যারা স্বাধীনতায় সরাসরি বিরোধিতা করেছে, তাদের ক্ষমা করা হলেও তার অপরাধ এখনো ভুলে যাওয়া হয়নি। ৭১ সালে যেই কাজটা বাকি ছিল, সেটি যদি এখন শুরু করে তবে পরিণতি ভালো হবে না। জুলাই শহীদদের আত্মত্যাগ ও তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই বিপ্লবকে বুকে ধারণ করতে হবে।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির বর্ষীয়ান এই নেতা বলেন, জনগণ যদি একাত্তরের পরাজিত শক্তির কৃতকর্ম ভুলে তাদের ভোট দেয়, সম্মান দেব। মুক্তিযুদ্ধে আপনারা যে অপরাধ ও ভুল করেছেন, তা এখনো স্বীকার যাননি। আমরা ক্ষমা করেছি, কিন্তু ভুলে যাইনি।

ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য ইসমাইল মোল্লা, ছাত্রদল নেতা খলিল মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা রানা আহম্মেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।