নিজস্ব প্রতিবেদন : সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে তার বাসায় গেলেন কয়েকটি ইসলামি রাজনৈতিক দলের নেতারা।
রোববার জামায়াত আমিরের রাজধানীর বাসায় যান ইসলামী ঐক্যজোটের সিনিয়র নায়েবে আমির ও ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটির আমির মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী ও সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, খেলাফত আন্দোলনের আমির মুফতি আবু জাফর কাসেমী, মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, নায়েবে আমির মাওলানা আবুল কাসেম কাসেমী, নায়েবে আমির রফিকুল ইসলাম বাবুল, সেক্রেটারি মুফতি নিয়ামত উল্লাহ ও সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ ও বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার।
এছাড়াও শফিকুর রহমানকে দেখতে যান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় ওলামা বিভাগের সেক্রেটারি ড. মুফতি মাওলানা খলিলুর রহমান মাদানী, ঢাকা মহানগরী দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, মহানগরী উত্তরের ওলামা বিভাগের সভাপতি ড. মাওলানা মিম আতিকুল্লাহ, দক্ষিণের ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা শাহিন হোসেন চাঁদপুরী, ফেস দ্যা পিপল সম্পাদক সাইফুর সাগর প্রমুখ।
এ সময় তারা জামায়াত আমিরের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার আশু আরোগ্যের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। তাকে দেখতে আসায় জামায়াত আমির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জুলাই) প্রথমবারের মতো এককভাবে সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিন প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বক্তব্যকালে দুই দফায় অসুস্থ হয়ে পড়েন জামায়াতের শীর্ষ এ নেতা।