সোমবার, ২৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২ সফর, ১৪৪৭ হিজরি

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় পণ্য জব্দ

ফেনী প্রতিনিধি : সীমান্তে চোরাচালান রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ২২ জুলাই ফেনী জেলার ছাগলনাইয়া এবং চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় ফেনী ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল। অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা গাঁজা, টি-শার্ট, চশমা ও জুতা উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য স্থানীয় থানা ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

৪ বিজিবির অধিনায়ক বলেন, “সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”