সোমবার, ২৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২ সফর, ১৪৪৭ হিজরি

মুন্সীগঞ্জে কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন নান্নু (৬০) বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন। রবিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি চলতি বছরের ৫ মে থেকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. এনায়েত উল্লাহ জানান, রবিবার ভোর সাড়ে ৩টার দিকে সারোয়ার হোসেন নান্নুর বুকের ব্যথা অনুভব হলে তাকে তাৎক্ষণিকভাবে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ভোর ৪টার দিকে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। তিনি বলেন, “এর আগে তিনি সুস্থ ও স্বাভাবিক ছিলেন। তিনি মারামারির একটি মামলায় কারাবন্দি ছিলেন। মৃত্যুর পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সরকারি নিয়ম অনুযায়ী মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউর রহমান বলেন, “ভোর চারটার কিছু আগে তাকে হাসপাতালে আনা হয়। তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে আনার ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।”

সারোয়ার হোসেন নান্নুর বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাও এলাকায়। তার তিন কন্যা রয়েছে—যার মধ্যে দুইজন ঢাকায় এবং একজন যুক্তরাজ্যে বসবাস করেন।

নান্নু সাবেক সংসদ সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের নেতা মোহাম্মদ ফয়সাল বিপ্লবের ফুফাতো ভাই। তার গ্রেফতারের কিছুদিন পর একই মামলায় ফয়সাল বিপ্লবকেও গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, সারোয়ার হোসেন নান্নুর বিরুদ্ধে ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র ও জনতার আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় দায়েরকৃত একটি হত্যা মামলা ছিল (মামলা নম্বর: ৩১(৮)২০২৪)। ওই মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত মুখ ছিলেন।