শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
৬ সফর, ১৪৪৭ হিজরি

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সভার মূল উদ্দেশ্য ছিল স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করা। এই প্রস্তুতি মূলত জাতিসংঘের ‘কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি’ (সিডিপি) কর্তৃক নির্ধারিত মানদণ্ড পূরণের জন্য গ্রহণ করা হচ্ছে।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী, কোনো দেশ পরপর দুটি ত্রিবার্ষিক পর্যালোচনায় উত্তরণের মানদণ্ড পূরণে সক্ষম হলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পায়। বাংলাদেশ এই প্রক্রিয়াধীন রয়েছে এবং এই উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি পর্যালোচনা করাই সভার প্রধান আলোচ্য বিষয় ছিল।

সভায় এলডিসি গ্র্যাজুয়েশন বিশেষজ্ঞ কমিটির প্রধান ও অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারি ড. আনিসুজ্জামান চৌধুরী একটি পেপার উপস্থাপন করেন।