মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ সফর, ১৪৪৭ হিজরি

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, পেলেন লালগালিচা সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দুপুর ২টায় ঢাকা ত্যাগ করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর শুরু হয়।

বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন লালগালিচা সংবর্ধনা দেন এবং উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ উচ্চপদস্থ কর্মকর্তা দল সফরে রয়েছেন।

সফরকালে মঙ্গলবার মালয়েশিয়ার পুত্রজায়ায় দুই দেশের প্রধানদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের সুষ্ঠু ব্যবহার, কৃষি উন্নয়ন ও বাণিজ্য জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের কাছে গুরুত্ব পাবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, এই সফরে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময়ের কাজ সম্পন্ন হবে। এসব সমঝোতার মধ্যে রয়েছে প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য ও শিল্প, আন্তর্জাতিক কৌশলগত গবেষণা এবং চেম্বার অব কমার্সের মধ্যে সহযোগিতা। তদ্ব্যতীত, হালাল খাদ্য ব্যবস্থাপনা, কূটনীতি ও উচ্চশিক্ষার খাতেও যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে।

সফরের উদ্দেশ্য বাংলাদেশের জন্য মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিক নিয়োগ ও বিনিয়োগ বৃদ্ধিতে নতুন দ্বার উন্মোচন করা। প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি কর্মীদের সুরক্ষা এবং মালয়েশিয়ার ব্যবসায়িক পরিবেশে বাংলাদেশের উপস্থিতি আরও মজবুত করার ওপর জোর দেবেন।

বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও গভীর এবং বেগবান করার জন্য এই সফর গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে এটি কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।