শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০ সফর, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে এনসিপির সংবাদ সম্মেলনে মামলা প্রতাহারের আল্টিমেটাম

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা। সংবাদ সম্মেলনে ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার এবং নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি বন্ধের আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে বিএনপি নেতাদের প্ররোচনায় পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে এনসিপি নেতাকর্মীদের নামে ভিত্তিহীন মামলা গ্রহণ করেছে। এসব মামলার কোনো প্রমাণ নেই এবং ঘটনাগুলোও মনগড়া বলে দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই বিপ্লবের সময় এনসিপি নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিলেও এখন তাদের উল্টো দমন-পীড়নের চেষ্টা চলছে।
এ সময় এনসিপি জেলা শাখার নেতারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা ও মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পঠ করেন, এনসিপির নেতা শাহ নেওয়াজ।সম্মেলনে অভিযোগ করা হয়, বিএনপির এক নেতা এনসিপির তিন নেতার নামে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে মিথ্যা মামলা দায়ের করেছে । মামলার এজাহারে ১৪, ১৫ ও ১৬ নং ক্রমিকের এনসিপির নেতাকর্মী।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা, রাহাত হোসেন বেলাল্, আকলিমা আক্তার, সুইচিং মারমা, বিপ্লব ত্রিপুরা।
উল্লেখ্য, গত ১০ আগস্ট মোঃ কুদ্দুস বাদী হয়ে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ১৯ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ১০০/১৫০ জনকে আসামী করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় বাদী উল্লেখ করেন, ২০২৩ সালের ২৮ সালের ১০ অক্টোবর বিকাল সাড়ে তিন টার দিকে চাঁদার জন্য তার বাড়ীতে হামলা চালিয়ে মারধর, ভাংচুর ও লুটপাট চালায়।