শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
২১ সফর, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে খালেদা জিয়ার ৮০তম জন্ম দিন উপলক্ষে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে দক্ষিণ আউচপাড়া বেপারী বাড়ি এলাকায় টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৬ আসনের এমপি প্রার্থী প্রভাষক বসির আহমেদ।
টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা আতিকুর রহমান আতিক, আব্দুর রহমান, মহিলাদল নেত্রী বীণা আক্তার, থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম কাজল, শেখ মোহাম্মদ সুমন, লিটন মিয়া, সেলিম খান প্রমুখ।
পরে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।