মুন্সীগঞ্জ প্রতিনিধি : সরকারি কলেজে দীর্ঘদিন ধরে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের বেসরকারি কর্মচারীরা।
বুধবার দুপুর আড়াইটার দিকে কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মচারীরা বলেন, তারা বছরের পর বছর ধরে সরকারি প্রতিষ্ঠানে কাজ করলেও কোনো ধরনের সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন না।
মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ মুনির হোসেন, হরগঙ্গা কলেজ ইউনিটের সভাপতি মো. শাহিন হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. আল আমিন এবং কার্যনির্বাহী সদস্য মো. সোলাইমান।
বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের তুলনায় বেশি পরিশ্রম করেও তারা পান না ন্যায্য পারিশ্রমিক। তাদের নেই চিকিৎসা ভাতা, নেই আবাসন সুবিধা বা উৎসব ভাতাও। এমনকি চাকরি শেষে কোনো ধরনের পেনশন বা অবসরকালীন সুবিধাও নিশ্চিত নয়। এতে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ করেন বক্তারা।
বক্তারা আরও জানান, সন্তানদের সুশিক্ষা দেওয়ার সুযোগও দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। তারা চাকরি জাতীয়করণের মাধ্যমে স্থায়িত্ব ও মর্যাদার দাবি জানান।
এ মানববন্ধনে সরকারি হরগঙ্গা কলেজের মোট ৪৫ জন বেসরকারি কর্মচারী অংশগ্রহণ করেন।