টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আব্দুল্লাহপুর-টঙ্গী সংযোগস্থলে তুরাগ নদে বেইলি ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়িরা। সোমবার সকাল ১০ টায় টঙ্গী বাজারের কয়েকশ’ বিক্ষুব্ধ ব্যবসায়ি ও এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শণ করেন এবং তুরাগ নদের উপর অতিদ্রুত বেইলি ব্রিজ নির্মাণের দাবি জানান। এসময় মহাসড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার, মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি মোহাম্মদ আফজাল হোসাইন, পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, জসিম উদ্দিন বাট, রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, সরকার শাহনূর ইসলাম রনি, আমিনুল ইসলাম লিটু, আব্দুস সাত্তার, ইসমাইল হোসেন, মুকুলসহ ব্যবসায়ীসহ টঙ্গী, উত্তরা, আব্দুল্লাহপুর ও কামারপাড়ার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
ক্ষুব্ধ ব্যবসায়িরা ও এলাকবাসাীরা জানান, তুরাগ নদের উপরে নির্মিত বেইলি ব্রিজটি দিয়ে দীর্ঘদিন যাবত টঙ্গী, আব্দুল্লাহপুর, উত্তরার লাখ লাখ মানুষ যাতায়াত করে আসছেন। এছাড়াও টঙ্গী বাজারটি হলো অত্র এলাকার মানুষের জন্য একমাত্র বৃহৎ বাজার। এ বাজারে প্রায় ২৫হাজার দোকানপাট রয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় মালামাল কিনতে প্রতিনিয়ত লাখ লাখ মানুষের সমাগম হয়। বিআরটি প্রকল্পের উড়াল সড়ক চালু হওয়ার পর থেকে মহাসড়কের পশ্চিমপাশে স্থাপিত বেইলি ব্রিজটি বিআরটি কর্তৃপক্ষ ভেঙ্গে নিয়ে যায়। এতে ওই ব্রিজ দিয়ে চলাচলরত ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়েছেন।