রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১০ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফেনীতে জুলাই আন্দোলনে আহতকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

ফেনী প্রতিনিধি : ফেনীতে জুলাই গণআন্দোলনের এক আন্দোলনকারী মো: হাসানকে (২২) মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের ট্রাংক রোড কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করে ছাত্ররা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাসান প্রকৃতপক্ষে জুলাই আন্দোলনের সময় পুলিশের হামলায় আহত হয়েছিল। অথচ এখন তাকে উল্টো আহতের মামলায় আসামি বানিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তারা এটিকে তরুণদের দমনে সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেন।

বক্তারা আরও বলেন, আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়ার পরিবর্তে হয়রানি করা হচ্ছে, যা অন্যায় ও অমানবিক। এসময় গ্রেফতার হাসানের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহত ছাত্রদের চিকিৎসা সহায়তার দাবি জানানো হয়।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।