রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১০ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফেনীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২

ফেনী প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফেনী অঞ্চলে যাত্রীবাহী বাস দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। রোববার সকাল ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শ্যামলী পরিবহনের সুপারভাইজার রবিউল ইসলাম (৩৬), বাসের হেলপার মো. রফিক (৬০), যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে।

দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় বাস চালককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত আরও ১০-১৫ জন যাত্রীকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম ও রফিককে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মহাসড়কের ঢাকামুখি লেনে একটি পানি বহনকারী ট্রাক হঠাৎ থেমে গেলে পেছনে থাকা শ্যামলী পরিবহনের বাস ও আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশীদ বলেন, দূর্ঘটনায় ২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দূর্ঘটনা কবলিত যানবাহন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।