বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অংশীজনের সাথে সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অংশীজনের সাথে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, উপপরিচালক স্থানীয় সরকার মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষার্থী প্রতিনিধি এবং পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।

সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জেলা প্রশাসক পূজার সময় শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা জোরদার করা এবং সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।