শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে,আটকা পড়েছে হাজারো পর্যটক

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। স্কুল ছাত্রী ধর্ষকদের বিচার ও পাহাড়ে নারী নিপিড়নের প্রতিবাদে জুন্ম ছাত্র-জনতার ব্যানারে এ সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। অবরোধের কারণে খাগড়াছড়ি ও সাজেকে আটকা পড়েছে অন্তত সাড়ে ৩ হাজার পর্যটক। তার মধ্যে শুধু সাজেকে আটকা পড়েছে ২ হাজার একশ পর্যটক। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজেক পর্যটন কেন্দ্র অকেজো করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
অবরোধের কারণে খাগড়াছড়ির আভ্যন্তরীন ও দুরপাল্লা সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।অবরোধের সমর্থনে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে রাস্তায় গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে পিকেটিং করছে। তবে পুলিশ টহলে থাকলেও নিস্ক্রিয় দেখা গেছে। এদিকে ঢাকাসহ জেলা বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা একাধিক যাত্রীবাহি বাস পথে আটকা পড়ায় পর্যটকসহ শত শত যাত্রী সীমাহীন দূর্ভোগের শিকার হচ্ছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন পর্যটক ও শ্রমজীবি মানুষ।
উল্লেখ,মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে ঐ স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করে বাড়ির পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়।এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে সদর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা করেন।
বুধবার সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সদর জোনের সহযোগীতায় তাকে আটক করে পুলিশ। আটককৃত শয়ন শীল সিঙ্গিনালার বাপ্পী শীলের ছেলে। সে এখন ৬ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে।