শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইউপিডিএফ সহিংসতায় মহিলা, শিক্ষার্থী ও শিশুদের সামনে ঠেলে দেওয়া ভালো বার্তা বহন করে না : ব্রি. জে. হাসান মাহমুদ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেছেন,পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল ও সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত করার চেষ্টা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। সকল তথ্য-প্রমাণ সেনাবাহিনীর কাছে রয়েছে। ইউপিডিএফ সহিংসতায় মহিলা, কোমলমতি শিক্ষার্থী ও শিশুদের সামনে ঠেলে দেওয়া এটা ভালো বার্তা বহন করে না। অপপ্রচার ও উস্কানীমূলক কর্মকান্ড সত্বেও সেনাবাহিনী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রাম রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। পার্বত্য চট্টগ্রামের সকল জাতি-গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, সেনাবাহিনীর গাড়ীতে হামলা তিন সৈনিককে আহত করেছে। তারা বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করেছে, গুলি চালিয়েছে। সেনাবাহিনীর সদস্য ধৈয্যের পরিচয় দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে।
তিনি মঙ্গলবার তার দপ্তরে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, ধর্ষনের অভিযোগ পাওয়ার সেনাবাহিনী একজনকে আটক করে পুলিশে দিয়েছে। সে রিমান্ডে রয়েছে । এরপরও এ ঘটনাকে নিয়ে পাহাড়কে অশান্ত করতে চাইছে।
১৪৪ ধারা প্রত্যাহার প্রসঙ্গে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার পক্ষে মত দেন।