শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়ায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত আটক

ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়ায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ পিএইচপির সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের বহনকারী একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয় এবং ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকরা হলেন—ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নুরে আলমের ছেলে সিএনজি চালক মো. রিফাত (২২), একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে পিকআপ ড্রাইভার মো. রাসেল (২৩) এবং একই গ্রামের আবদুল হালিমের ছেলে মো. শাহাদাত।

ফাজিলপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, ভোরে ডিউটির সময় মুহুরীগঞ্জ পিএইচপির সামনে একটি অ্যাম্বুলেন্স সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ। টহল টিম সামনে যেতেই অ্যাম্বুলেন্স থেকে তিনজন পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তৎপরতায় তাদের আটক করতে সক্ষম হয়।

এসময় তাদের কাছ থেকে তিনটি ছুরি, একটি রশি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দ করা হয় ফেনীর নিউ উপশম জেনারেল হাসপাতালের নাম লেখা অ্যাম্বুলেন্সটি।

ওসি জাকারিয়া আরও জানান, আটকরা সবাই পেশাদার ডাকাত। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করেছে। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যে জানা গেছে, অ্যাম্বুলেন্স চালকই এই দলের প্রধান।

এ ঘটনায় ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান বাদী হয়ে ছাগলনাইয়া থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করেছেন।