টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী সমবায় সমিতির ৫৫নং ওয়ার্ড কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানা সংলগ্ন সংগঠনের কার্যালয়ের সামনে সভায় উপস্থিত অতিথিরা সমাজে ঐক্য, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান। তিনি বলেন, টঙ্গীতে অনেক শ্রমজীবী মানুষ বসবাস করেন। এখানে যেমন ভালো মানুষ রয়েছেন, তেমনি কিছু মানুষ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। বৃহত্তর ময়মনসিংহ সমিতির সদস্যরা যদি ঐক্যবদ্ধ থাকেন, তবে কেউই তাদের হারাতে পারবে না। তিনি আরও বলেন, টঙ্গীতে অনেক মাদক ও ছিনতাইকারীর মতো অপরাধচক্র সক্রিয়। আমি আশা করি, আমার ময়মনসিংহের কেউ যেন কখনো এমন অপরাধে জড়িয়ে না পড়ে যাতে আমাকে তাদের গ্রেপ্তার করতে হয়। আপনারা কেউ অপরাধে জড়াবেন না, বরং সমাজের উন্নয়নে এগিয়ে আসবেন। কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবেন—আমি আপনাদের পাশে আছি, এই সংগঠনের পাশে আছি।
বিশেষ অতিথির বক্তব্য দেন বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী সমবায় সমিতির আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন সরকার।
সভায় সভাপতিত্ব করেন সমিতির ৫৫নং ওয়ার্ডের সভাপতি মোঃ হামিদুর রহমান মলিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান মোল্লা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমিতির সদস্য সচিব মোঃ আনিছুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক লুৎফরজ্জামান লিটন, যুবদল নেতা মোঃ মানিক শেখ, খোরশেদ আলম মন্টু, ইমান আলী, মোছলেম উদ্দিন খান, ফারুক হোসেন, মাজহারুল ইসলাম প্রমুখ।
পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সদস্যদের মাঝে তবারক বিতরণ করা হয়।