বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

মুক্তবাণী ডেস্ক:

নিজ ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদনের মাধ্যমে তার ভোটার ঠিকানা হালনাগাদ করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এনআইডি ডাটাবেজ অনুযায়ী, এতদিন ড. মুহাম্মদ ইউনূস ভোটার ছিলেন রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স-এর ঠিকানায়। সংশোধনের পর তার নতুন ভোটার ঠিকানা নির্ধারিত হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন ঢাকা-১৭ আসনের গুলশান-২ এলাকায়।

ভোটার ঠিকানা পরিবর্তনের জন্য গত ২ ফেব্রুয়ারি লিখিতভাবে আবেদন করেন ড. ইউনূস। এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর ১৭ ফেব্রুয়ারি তাঁর আবেদন অনুমোদন করেন। পরদিন, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট আবেদন অনুযায়ী ভোটার এলাকা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন হয়।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, ভোটার তথ্য হালনাগাদ প্রক্রিয়ায় নির্ধারিত নিয়ম অনুসরণ করে এ পরিবর্তন কার্যকর করা হয়েছে।