নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সাড়ে ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার রাতে ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খায়রুল ইসলাম রনি এ তথ্য জানান। তিনি জানান, রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে আসায় শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট চলাচল শুরু হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ বলেন, ৯টা ৬মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় জানিয়েছে, বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, বাংলাদেশ ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।
কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে আনসারের ২৫ জন সদস্য আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ১০ জনকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের জেরে বিমানবন্দরের এয়ারফিল্ড আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে এবং বিকেল ৫টা পর্যন্ত মোট আটটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট হয়ে অবতরণ করেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সর্বশেষ ঢাকাগামী আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট উঠানামা বন্ধ থাকায় চেন্নাই ও দিল্লি থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
ঢাকার বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ফলে শনিবার বিকেল ৫টার দিকে কলকাতার এটিসির (এয়ার ট্রাফিক কন্ট্রোল) কাছে জরুরি অবতরণের জন্য আবেদন জানায় চেন্নাই ও দিল্লি থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুটি ফ্লাইট।