খাগড়াছড়ি প্রতিনিধি: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), খাগড়াছড়ি সার্কেল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষিন করে সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ,খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান, বিআরটিএ খাগড়াছড়ি সার্কেল এর সহকারী পরিচালক মোহাম্মদ মুছা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অংশ গ্রহণকারীরা নিরাপদ সড়ক ব্যবহারের আহ্বান জানান এবং যানবাহনের গতিসীমা মেনে চলা, মানসম্মত হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন।