খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে জঙ্গলে চোরাগোপ্তা মিছিল করে সহিংসতার অভিযোগে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান করে ২২ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ১০/১৫ জনের জননিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে খাগড়াছড়ি সদর থানায় এসআই মোহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অপর আসামী হচ্ছে-খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু , খাগড়াছড়ি পৌরসভার সভার সাবেক মেয়র ও যুবলীগ নেতা মো: রফিকুল আলম, ছাত্রলীগ নেতা অর্নব ত্রিপুরা টুটুল, ছাত্রলীগের নেতা রয়েল ত্রিপুরা, এমং মারমা, জিৎজয় ত্রিপুরা (৩০), অর্কিড চাকমা (৩৫), তেপান্তর চাকমা (২৮), হৃদয় মারমা (৩৩), ক্যাজরি মারমা (২৮),শাহাদাৎ হোসেন জিসান প্রকাশ জিসান মিয়াজী (৩৪), জুয়েল চাকমা (৪০), শামিম গাজী (৩২),আরাফাত হোসেন (৩১), নাঈম হোসেন নয়ন (৩০), মেহেদী আলম(২৮), আনোয়ার হোসেন রুবেল (৩০), আইয়ুব আলী চৌধুরী (৩৭), টিকো চাকমা (৩৮), মোঃ দেলোয়ার হোসেন (৩২) ও মংসাপ্রু মারমা (৪০)।এছাড়া আরো ১০/১৫ অজ্ঞাত ব্যক্তিকে মামলায় আসামী করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়,১০ নভেম্বর সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীসহ আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের বেশ কিছু নেতাকর্মী রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে, জনসাধারণের ক্ষতিসাধন ও নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে হাতে লাঠিসোটা, ইটপাটকেল, রড, দা, কিরিচ নিয়া খাগড়াছড়ি সদর উপজেলার বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে উগ্রতা প্রদর্শন করে ও বাজার ও আশপাশ এলাকায় প্রদক্ষিন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা তাদের সাথে থাকা অস্ত্রশস্ত্র, লাঠি সোটা, ইটের টুকরা ছুড়ে ফেলে পালিয়ে যায়।
মামলায় অভিযোগ করা হয়, কুজেন্দ্র লাল ত্রিপুরার মদদে, পৃষ্টপোষকতায় ও অর্থায়নে এবং নির্দেশে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।