মুক্তবাণী ডেস্ক: নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশের মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) কমিশনের সচিব আখতার আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার সংগ্রহ, উদ্বুদ্ধকরণ কার্যক্রম এবং প্রচারণার ফলে ভোটারের সংখ্যা বেড়েছে।
সচিব আরও জানান, কোনো আপত্তি না থাকায় কমিশন এনসিপি ও সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, “তিনটি দলকে নিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলাম। এর মধ্যে এনসিপি ও সমাজতান্ত্রিক দল নিয়ে কোনো আপত্তি না পাওয়ায় তাদের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আর আমজনগণ পার্টির বিষয়ে আপত্তি থাকায় সেগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”