খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপি’র মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া।
বুধবার দুপুরে ধানের শীষের মনোনীত ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার। এসময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম, রামগড় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট করিম উল্লাহ, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল নোমান সাগর, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ প্রমুখ।
বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হয়ে পরাজিত হলেও নির্বাচনী ট্রাইব্যুনালে আদালত তাকেনির্বাচিত ঘোষনা করা হয়। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হিসেবে খাগড়াছড়ি সংসদীয় আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ (সপ্তম) সালের জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রাার্থী হিসেবে অংশগ্রহণ করেন। তবে অল্প ভোটের ব্যবধানে হেরে যান। ১৯৮৯ সালে অনুষ্ঠিত স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে তিনি রেকর্ড এক লক্ষেরও অধিক ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে তৎকালীন চেয়ারম্যান সমীরণ দেওয়ানের “স্বেচ্ছাচারিতা ও অনিয়ম”-এর প্রতিবাদে পদত্যাগ করেন।
সরকার ২০০২ সালে ওয়াদুদ ভূইয়াকে পার্বত্য চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন। ২০০১ সালে তিনি পার্বত্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্যসহ সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।